চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকদসার পাটওয়ারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা শিশু পাটওয়ারী বাড়ির সাইফুল ইসলামের ছেল সাইমন (৭) ও তামিম (৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাদী। তিনি বলেন, একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু একটা মা-বাবা ও পরিবারের জন্য খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা।

পরিবার জানায়, বুধবার বাড়ির উঠানে খেলছিল দুই ভাই। হঠাৎ সবার অগোচরে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে ডুবে যায় দুই ভাই। তাদের উঠানে না দেখতে পেয়ে পুকুরে জুতা ভাসতে দেখে পরিবার। পরে প্রতিবেশীরা পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

দুই সন্তানের বাবা সাইফুল ইসলাম বলেন, আমি ঢাকায় থাকি। সন্তানদের মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে বাড়িতে ছুটে এসেছি। আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। আমাদের বুক শূন্য হয়ে গেছে। কাকে নিয়ে বাঁচব?

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহ দাফনের অনুমতি দিয়েছি।

শরীফুল ইসলাম/এনএ