মুঠোফোনে প্রেম, দেখা করতে গিয়ে তরুণীর সর্বনাশ
গ্রেপ্তার আজহারুল ইসলাম
মুঠোফোনে পরিচয় থেকে প্রেম। পরে নরসিংদী থেকে কিশোরগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় ওই তরুণীর করা মামলার প্রধান আসামি মো. আজহারুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তার আজহারুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার দনাইল গ্রামের আসাদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান আসামি আজহারুল ইসলামের অবস্থান শনাক্ত করে র্যাব। পরে রোববার (১৭ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মামলার অপর আসামি রাজন মিয়াকে ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আজহারুল ইসলামের সঙ্গে মুঠোফোনে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। গত ৫ এপ্রিল নরসিংদীর ওই তরুণী কিশোরগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৭ এপ্রিল ওই তরুণী বাদী হয়ে প্রেমিক আজহারুল ইসলাম ও রাজন মিয়াকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এসকে রাসেল/আরএআর