কাপড়ের রং দিয়ে তৈরি করা হচ্ছিল ইফতার
কুমিল্লায় ইফতার তৈরিতে কাপড়ের রং ব্যবহারের অভিযোগে মালাই সুইটস অ্যান্ড বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) কুমিল্লার বিসিক শিল্প এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, ইফতার তৈরিতে নিষিদ্ধ রং মেশানোর অভিযোগে মালাই সুইটস অ্যান্ড বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১০ কেজি রং মিশ্রিত খাবার ও পাঁচটি রঙের কৌটা জব্দ করে ধ্বংস করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের দিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুনতাসির মাহমুদ, সদরের স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দীন ভুইয়া, নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহ সহকারী নাজমুস সাকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অমিত মজুমদার/আরএআর
বিজ্ঞাপন