বিএনপির মেয়র প্রার্থী এহসান কুফিয়া

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. এহসান কুফিয়া ভোট বর্জন করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার সচরাচর বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

এহসান কুফিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ১২টি কেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ইভিএমে ভোটের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের লোকজন নিয়ে নিয়েছেন। তিনি এসব অনিয়মের জন্য প্রশাসনকে দায়ী করে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রিটার্নিং কর্মকর্তা ও বাজিতপুরের ইউএনও দীপ্তিময়ী জামান। 

বাজিতপুর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ১২টি কেন্দ্রের ৬৯টি ভোটকক্ষে ২৪ হাজার ৮১২ জন ভোটার ভোট দিচ্ছেন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো.আনোয়ার হোসেন দ্বিতীয়বারের মতো মেয়র পদে ও বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো.এহসান কুফিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জমির উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বাজিতপুর পৌরসভায় ৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩১ জন এবং দুইটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন ভোটযুদ্ধে রয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুই প্রার্থী ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. কামাল খাঁন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মোছা. সেলিনা আক্তার খানম। বাজিতপুর পৌরসভায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯জন ম্যাজিস্ট্রেট ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে। 

তিন ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। 

এসকে রাসেল/এসপি