তাসপিয়া হত্যাকাণ্ডের ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ সুপার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) নিহতের ৭ দিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল উপজেলার হাজিপুর ইউনিয়নের পূর্ব হাজিপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের রাসাদ মিয়ার বাড়িতে যান তিনি। এ সময় নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন ও এই হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার বাকি আসামিদের দ্রুত খুঁজে গ্রেপ্তারের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, শিশু তাসপিয়া হত্যার সঙ্গে যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
এ সময় নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিসহ বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ঢাকা পোস্টকে বলেন, আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। সন্ত্রাসীদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে আমরা অভিযানে আছি।
প্রসঙ্গত, গত বুধবার (১৩ এপ্রিল) বিকেলে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় শিশুটির বাবা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহের।
হাসিব আল আমিন/আরএআর