ভোটের মাঠ কাঁপিয়েছে আ.লীগ, জয় ধানের শীষের
তাজকিন আহমেদ চিশতি
ভোট কেন্দ্রের মাঠে ছিল না দৃশ্যমান কোনো কর্মী-সমর্থক। ভোটের মাঠ কাঁপিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসিরুল হক ও স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকের নাছিম ফারুক খান মিঠুর কর্মী-সমর্থকরা। তবে নিরব ভোট বিপ্লবে জয়লাভ করেছেন বিএনপির ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতি।
সাতক্ষীরা পৌর নির্বাচনে ২৫ হাজার ৮৮ ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাজকিন আহমেদ চিশতি দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নারকেল গাছ প্রতীকের নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট।
বিজ্ঞাপন
এ ছাড়া আওয়ামী লীগের নৌকার প্রার্থী নাসেরুল হক পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট, জগ প্রতীকের জামায়াতের স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকে মুস্তাফিজ-উর-রউফ পেয়েছেন ১ হাজার ৬৭৯ ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনা শেষ রাত সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর।
বিজ্ঞাপন
তিনি বলেন, কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ভোটের ৬২ দশমিক ৮৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ ছাড়া কাউন্সিলর পদে পৌরসভার নয়টি ওয়ার্ডে ১ নম্বর ওয়ার্ডে কায়সারুজ্জামান হিমেল, ২ নম্বর ওয়ার্ডে সৈয়েদ মাহমুদ পাপা, ৩ নম্বর ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা, ৪ নম্বর ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, ৫ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন, ৬ নম্বর ওয়ার্ডে শেখ মারুফ হোসেন শাওন, ৭ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, ৮ নম্বর ওয়ার্ডে শফিকুল আলম বাবু ও ৯ নম্বর ওয়ার্ডে শেখ শফিক উদ দৌলা সাগর বিজয়ী হয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ রোববার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে।
তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।
দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
আকরামুল ইসলাম/এমএসআর