শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে মাল্টিপারপাস ভবন
শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
যশোর সদরের হামিদপুর গ্রামে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যশোরের ক্রীড়াব্যক্তিত্ব শামস-উল-হুদার ৩৪তম মৃত্যুবার্ষিকীতে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এই মাল্টিপারপাস ভবন নির্মিত হলে এখানে দেড় শতাধিক ফুটবল খেলোয়াড় হোস্টেলে থাকার সুবিধা পাবেন। ছয়তলা এই ভবনে থাকবে একটি জিমনেশিয়ামও।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে ৬০০ বেশি কিশোর পরীক্ষা দিতে এখানে আসে। আমরা ২০ জনের বেশি রাখতে পারি না। একাডেমি ভবন নির্মাণ হলে দেড় শতাধিক স্টুডেন্ট এখানে হোস্টেল সুবিধা পাবে।’
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকউজ্জামান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সমাজসেবক রবিউল আওয়াল প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শামস-উল-হুদার ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জাহিদ হাসান/এমএসআর