মিরকাদিমে জয়ী নৌকা, হাজার ভোটও পেল না ধানের শীষ
মিরকাদিম পৌর নির্বাচনের একটি কেন্দ্রে ভোট দিতে আসা মানুষের দীর্ঘ সারি/ ছবি: ঢাকা পোস্ট
মুন্সিগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ২০ হাজার ৫৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সালাম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপ্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৮৬৮ ভোট। অবশ্য বেলা ৩টার দিকে তিনি ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপির এ প্রার্থী। এছাড়া মেয়রপ্রার্থী হিসেবে জাতীয় পার্টির (জাপা) খোন্দকার মোহাম্মদ হোসেন বেনু ৩৭০ ও স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম ১৭৭ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (১৪ ফেব্রুয়ারি) মিরকাদিম পৌরসভার নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার মো. বদ্দরুজ্জোদা ভূইয়া ঢাকা পোস্ট-কে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রথমবারের মতো এ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। ফলে এত দ্রুত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে।
সরেজমিনে মিরকাদিম পৌরসভার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভোটারের সরব উপস্থিতি ছিল এ নির্বাচনে। বেলা বাড়ার সঙ্গে কেন্দ্রগুলোতে বেড়েছে ভোটারের উপস্থিতি। তবে বেলা ৩টার পর থেকে ভোটারের উপস্থিতি কমে যায়।
বিজ্ঞাপন
নির্বাচন কেন্দ্রগুলো ঘুরে বিএনপির দলীয় প্রার্থীদের তেমন কোনো এজেন্ট দেখা যায়নি। প্রায় ১০টির মতো কেন্দ্র ঘুরে একটি কেন্দ্রে ধানের শীষের এক জন এজেন্ট ছিল বলে শোনা যায়। যদিও দেখা মেলেনি তার। বেলা সোয়া ৩টার দিকে বিএনপিপ্রার্থী মিজানুর রহমান অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন।
একে/এফআর