টানা তৃতীয়বারের মতো ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আনিছুজ্জামান আনিছ

টানা তৃতীয়বারের মতো ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছ।

জগ প্রতীক নিয়ে ১১ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী পেয়েছেন ছয় হাজার ৬৭৪ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও ত্রিশাল পৌরসভার রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম। 

সফিকুল ইসলাম বলেন, ত্রিশাল পৌরসভার নয় ওয়ার্ডের ১৪ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীকে ১১ হাজার ৬৫৯ ভোট পেয়ে এবিএম আনিছুজ্জামান আনিছ নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী নবী নেওয়াজ সরকার পেয়েছেন ছয় হাজার ৬৭৪ ভোট। অপর দুই প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকের রোবায়েত হোসেন শামীম ৮৬৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল হাসান ৮০০ ভোট পেয়েছেন।

জানা গেছে, এবিএম আনিছুজ্জামান আনিছ ২০১১ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই নির্বাচনে নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম সরকার জুয়েলকে হারিয়ে জয় ছিনিয়ে নেন বিদ্রোহী প্রার্থী আনিছ।

টানা দুবার মেয়র নির্বাচিত হওয়ার পরও এবার পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন বঞ্চিত হন। ফের বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে মেয়র পদে হ্যাটট্রিক করলেন আনিছুজ্জামান।  

টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবিএম আনিছুজ্জামান আনিছ বলেন, সুষ্ঠু নির্বাচন হওয়ায় জনগণের ভোটের রায় প্রতিফলিত হয়েছে। পৌরবাসী বারবার আমার ওপর আস্থা রাখায় তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আমার অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করব। উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নাগরিকদের জনপ্রত্যাশা পূরণ করব।

উবায়দুল হক/এএম