রামগতিতে আ.লীগ ছাড়া জামানত হারালেন সব মেয়র প্রার্থী
রামগতি পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মেজবাহ উদ্দিন মেজু জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং পৌরসভার বর্তমান মেয়র।
বিজ্ঞাপন
নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, মেজবাহ উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবি আবদুল্লাহ। নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ৪৫৫ ভোট। বিএনপির মেয়র প্রার্থী সাহেদ আলী পুটু পেয়েছেন ৩৮৭ ভোট।
ছয়জন প্রার্থী মেয়র পদে অংশগ্রহণ করলেও বেলা ১১টার দিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে চারজন আলাদাভাবে নির্বাচন বর্জন করেন। তারা হলেন সাহেদ আলী পুটু (ধানের শীষ), আলমগীর হোসেন (লাঙল), আবি আবদুল্লাহ (নারিকেল গাছ) ও মো. জামাল উদ্দিন (জগ)।
বিজ্ঞাপন
নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনে কাস্টিং ভোটের আট ভাগের একভাগ যদি কোনো প্রার্থী না পান তাহলে জামানত হারান। মেয়র পদে একজন প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণ করতে ২০ হাজার টাকা জামানত রাখতে হয়। আট ভাগের একভাগ ভোট না পেলে তিনি জামানত হারান। সে হিসেবে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বাকি মেয়র প্রার্থীরা জামানত হারাবেন।
প্রসঙ্গত, রামগতিতে এই প্রথম ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। রামগতি পৌরসভায় ২০ হাজার ৯০৫ জন ভোটার।
হাসান মাহমুদ শাকিল/এএম