ফরিদপুরের নগরকান্দা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর (৬৮) ভাতা তুলতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার কাইলার মোড় নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর উপজেলার কাইচাইল ইউনিয়নের শ্রীরামপুট্টি গ্রামের বাসিন্দা। তিনি তিন ছেলের বাবা।

নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  ফজলুল হক জানান, নগরকান্দা উপজেলা সদর শাখা সোনালী ব্যাংক থেকে সম্মানি ভাতা তুলতে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হন বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বর। তিনি একটি ভ্যানে করে বাড়ি থেকে নগরকান্দা উপজেলা সদরের দিকে আসছিলেন। সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা নগরকান্দার কাইলার মোড়ে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস ওই  ভ্যানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ইউনুস মাতুব্বর। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহম্মেদ বলেন, মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে বীর মুক্তিযোদ্ধা ইউনুস মাতুব্বরের মরদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।

জহির হোসেন/আরএআর