ঈদে বাড়তি সতর্কতা সুন্দরবনে, কর্মকর্তা-বনরক্ষীদের ছুটি বাতিল
ফাইল ছবি
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি সতর্কতা জারি করেছে বন বিভাগ। একইসঙ্গে সুন্দরবনে কর্মরত সকল কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি সুন্দরবনের অভ্যন্তরে দায়িত্বরত বনরক্ষীদের টহল আরও জোরদার করতে বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, ঈদসহ বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবকে কেন্দ্র করে সুন্দরবনে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। তাদের ধারণা বনরক্ষী ও বন কর্মকর্তারা ঈদে ছুটিতে থাকবে। এই সুযোগে অপরাধকাণ্ডে লিপ্ত হতে পারে তারা। এ জন্য প্রতি ঈদ এবং বড় বড় উৎসবে বন বিভাগ সুন্দরবনে বাড়তি সতর্কতা জাড়ি করে।
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় এবারও সকল বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে টহল জোরদার করা হয়েছে। সব মিলিয়ে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
তানজীম আহমেদ/আরআই
বিজ্ঞাপন