বরিশালের ৫ হাজার পরিবারে চলছে ঈদ উদযাপন
বরিশালে ৫ হাজার পরিবারে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সোমবার (২ মে) সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলা ও মহানগর এলাকার কমপক্ষে পঞ্চাশটি মসজিদে ঈদের জামাত আদায়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন করা হচ্ছে।
মূলত চট্টগ্রামের চন্দনাইশ শাহ-সুফি দরবার শরীফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ এবং আহমাদিয়া জামাতের (কাদেরিয়া তরিকার) অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। এসব অনুসারীদের মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বরিশাল সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের টিয়াখালী এলাকার হাজি বাড়ি জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য নাসির উদ্দিন চৌধুরী জানান, আমরা চন্দনাইশ শাহ-সুফি দরবার শরীফের অনুসারী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর ঈদুল ফিতর, রোজা ও ঈদুল আযহা পালন করে থাকি। এ বছরও সুন্দরভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
তাজকাঠীর হাজী বাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমির হোসেন জানান, দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবারে ঈদ উদযাপন হচ্ছে। বরিশাল নগরীসহ জেলার ৫০টি মসজিদে চন্দনাইশ দরবারের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেছেন।
বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ির শাহসুফী মমতাজিয়া জামে মসজিদের সভাপতি মমিন উদ্দিন কালু বলেন, দীর্ঘ দুই বছর পরে বড় আয়োজনের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। আমাদের ওয়ার্ডে আগাম ঈদ পালন করছেন প্রায় ১ হাজার পরিবার।
বিজ্ঞাপন
এদিকে বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫/৬টি গ্রামের এক হাজারের বেশি পরিবারে ঈদ উদযাপিত হচ্ছে। জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের জাহাগিরি সুফী দরবারের প্রায় ২ হাজার অনুসারী রয়েছেন।
সৈয়দ মেহেদী হাসান/এমএএস