বরগুনায় ঈদে নামাজ পড়তে যাওয়া জন্য গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মেহেদী হাসান (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) সকালে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান একই এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে পবিত্র ঈদের নামাজ পড়ার জন্য বাড়ির পুকুরে গোসল করতে গিয়েছিল মেহেদী। পরে দীর্ঘ সময় ধরে ঘরে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা। এসময় পুকুরে তাকে ভাসতে দেখেন তারা।

এরপর তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুপুর ২টায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

খান নাঈম/এমএএস