সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাঁচ স্বেচ্ছাসেবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে তাদেরকে আটকের তথ্য নিশ্চিত করেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

আটকরা হলেন- লক্ষ্মণ চন্দ্র দাস (২২), সেলিম মিয়া (২১), সুহেল রানা (২২), নাজিম উদ্দিন (২৩) ও জয়নাল আবেদীন (২৩)। 

এর আগে দুপুরে জাফলংয়ে টিকিট নিয়ে কথা কাটাকাটির জের ধরে পর্যটকদের ওপর হামলা করেন স্বেচ্ছাসেবকরা। নীল রঙের স্বেচ্ছাসেবক লেখা ইউনিফর্ম পরিহিত এক যুবক পর্যটকদের লাঠি দিয়ে বেধড়ক পেটান। নারীদের ওপরও হামলা করেন তারা। 

মুহূর্তেই পর্যটকদের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সচেতন নাগরিকরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। ঘটনায় জড়িত স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকাদের আটক করে গোয়াইনঘাট থানায় নেওয়া হচ্ছে। 

তিনি বলেন, টিকিট নিয়ে ঘটনার সূত্রপাত। পর্যটন এলাকাকে নিরাপদ রাখতে আমরা সদাপ্রস্তুত আছি। অপরাধ করে এখানে কেউ পার পাবে না। 

মাসুদ আহমদ রনি/আরএআর