ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডোবার পানিতে ডুবে মোসাইবা আক্তার (৩) ও সানাউল হক (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে)) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় এ ঘটনা ঘটে।
মোসাইবা ওই এলাকার জুয়েল মিয়ার মেয়ে এবং সানাউল হক কুমিল্লার হৃদয় মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
বিনাউটি ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন জানান, ঈদের ছুটিতে সানাউল তার পরিবারের সঙ্গে তিনলাখপীরে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সে তার মামাতো বোন মোসাইবার সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তারা সবার অজান্তে বাড়ির পেছনে একটি ডোবার পানিতে ডুবে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
আজিজুল সঞ্চয়/আরএআর
বিজ্ঞাপন