পটুয়াখালীর কলাপাড়ায় প্রয়াত বাবার স্মরণে ৪০০ রোগীকে ফ্রি চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছেন ডাক্তার দম্পতি। উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জনপদের সাধারণ মানুষের ডায়াবেটিস, ডেন্টালসহ অন্যান্য রোগের চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন তারা। 

গতকাল বুধবার ধুলাস্বার ইউনিয়নের অনন্তপাড়া হাফেজিয়া মাদরাসা মাঠে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ওই গ্রামের মরহুম মো. রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে ডা. মো.আতিকুল ইসলাম ও তার পুত্রবধূ ডা. ফারিয়া ফেরদৌস। 

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিব। ক্যাম্পের সার্বিক দায়িত্বে ছিলেন মানবতার ডাক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

ফ্রিতে চিকিৎসা সেবা নিতে আসা বাবলাতলা গ্রামের আ. মজিদ বলেন, এখানে এসে ফ্রিতে দাঁতের চিকিৎসা নিয়েছে। তারা খুব যত্নের সঙ্গে আমাকে চিকিৎসা ও পরামর্শ দিয়েছে। তাদের ব্যবহারে আমি খুবই খুশি।
  
বালিয়াতলী ইউনিয়নের কহিনুর বেগম (৫৫) বলেন, আমাদের এলাকায় এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা নিতে পারবো তা কখনও ভাবিনি। স্বামী-স্ত্রী এমবিবিএস ডাক্তার এসে আমাদের চিকিৎসা সেবা দিয়েছে। আমাদের অনেক উপকার হয়েছে। আমি তাদের জন্য দোয়া করছি। 

সার্বিক দায়িত্বে থাকা মানবতার ডাক সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম বলেন, বালিয়াতলী, ধুলাসার, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নের প্রায় ৪০০ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার দম্পতি। এলাকার প্রতিটি মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আমরা চাই প্রতিবছর অন্তত একবার এমন আয়োজন হোক। 

ডা. ফারিয়া ফেরদৌস বলেন, শ্বশুরবাড়ির এলাকার মানুষের ফ্রি চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য নিয়ে এসেছি। এখানকার মানুষ খুবই খুশি হয়েছে। প্রতি বছর অন্তত একবার আসার চেষ্টা করব।   

ডা. মো. আতিকুল ইসলাম বলেন, আমি এ এলাকার সন্তান। আমার বাবা বেঁচে না থাকলেও বাবার বয়সের অনেক গরিব মানুষ এখানে রয়েছে, যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই বাবার স্মরণে আজকে এলাকায় এ আয়োজন করেছি। আমি প্রতিবছর একবার এমন আয়োজন করব ইনশাল্লাহ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মহিব্বুর রহমান বলেন, এই প্রথম কলাপাড়া উপজেলায় একই সঙ্গে দুজন এমবিবিএস ডাক্তার ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। তারা ডায়াবেটিস, দাঁতের চিকিৎসাসহ অন্যান্য রোগের চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন। প্রত্যন্ত অঞ্চলে এমন ফ্রি চিকিৎসা পেয়ে সাধারণ মানুষ খুবই খুশি হয়েছেন।

কাজী সাঈদ/এমএএস