পুকুরে জালে মিলল ৮ কেজির চিতল
সাতক্ষীরার তালা সদরের শিবপুরে পুকুরে পাওয়া গেছে ৮ কেজি ওজনের একটি চিতল মাছ। শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তালা ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের পুকুরে এই মাছটি ধরা পড়ে। মাছটি দেখার জন্য স্থানীয়দের ভিড় জমে যায়।
শিবপুর গ্রামের আনার সরদার জানান, এই পুকুরটিতে এই অঞ্চলের মানুষ গোসল করে। এক মাস ধরে পুকুরে গোসল করতে নামলেই মাছটি কামড়ায়। এর কামড়ে পায়ের মাংস উঠে যায়। প্রথম দিকে সবাই ভয় পায় সাপে কামড়ায় ভেবে। পরে একজনের পায়ে কামড়ে ধরে রাখলে হাত দিতেই মাছের মতো অনুভব হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় বৈশাখী আক্তার বলেন, আমি গোসল করার সময় একবার পায়ে কামড় দেয়। এতে পায়ের মাংস উঠে যায়। দাঁত বসানো সেই ক্ষত এখনো রয়েছে।
তালা ইউপির সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম জানান, এলাকার মানুষ মাছটির জন্য আতঙ্কে ছিল। অবশেষে আজ পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় ৮ কেজি ওজনের সেই চিতল মাছটি ধরা পড়ে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এনএ