নোয়াখালী প্রেসক্লাবের সহিদ এস্কান্দর কচি মিলনায়তনে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা

নোয়াখালীতে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে ঢাকা পোস্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ এস্কান্দর কচি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা পোস্টের যাত্রা শুভ ও সুন্দর হোক। অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের শক্তিতে বিশ্বাসে সর্বদা সজাগ থাকবে এবং দুর্নীতি, দুঃশাসন, অনিয়মের বিরুদ্ধে সঠিক খবর প্রকাশ করবে।

সত্য ও সুন্দরকে সঙ্গে নিয়ে ঢাকা পোস্ট এগিয়ে যাক, যেন খুব তাড়াতাড়ি দেশের প্রথম সারির গণমাধ্যমে রূপান্তরিত হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক তত্ত্বাবধায়ক মুহাম্মদ আবুল হাসেম, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর-এর জেলা প্রতিনিধি জামাল হোসেন বিশাদ, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিন-এর স্টাফ রিপোর্টার আবু নাসের মঞ্জু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ও নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, দৈনিক জনজীবনের সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি সুমন ভৌমিক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, নিউজ টোয়েন্টিফোর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, রাইজিং বিডি জেলা প্রতিনিধি মাওলা সুজন, মাইটিভি জেলা প্রতিনিধি আবুল হাসনাত বাবুল, জয়যাত্রার জেলা প্রতিনিধি গাজী রুবেল,  ভোরের কাগজের জেলা প্রতিনিধি মো. সোহেল, দৈনিক সত্যের বাণীর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহজাহান ও নোয়াখালী আবৃত্তি একাডেমির শিশু শিল্পী নিসর্গ।

এ সময় ঢাকা পোস্টের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ঢাকা পোস্টের নোয়াখালী প্রতিনিধি হাসিব আল আমিন। পরে উপস্থিত সবাইকে নিয়ে র‍্যালি ও  কেক কেটে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

হাসিব আল আমিন/এনএ