কেক কাটেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকসহ অতিথিরা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পাঠকের মন জয় করবে ঢাকা পোস্ট এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। পাঠকদের মন জয়ের পাশাপাশি ঢাকা পোস্ট যেন সবার আগ্রহ সৃষ্টি করতে পারে সেই কামনা করেছেন তিনি।

‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ঢাকা পোস্টের খুলনার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন। কেক কাটা শেষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

ঢাকা পোস্টের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা বলেছেন, জনগণের চতুর্থ স্তম্ভ হিসেবে ঢাকা পোস্ট কাজ করবে। এখনকার অনলাইনের ভিড়ে ঢাকা পোস্ট যেন বস্তুনিষ্ঠতা ধরে রাখতে পারে। সময়ানুবর্তিতা ও সত্য বলার যে সাহস সেটিকে সামনে রেখে অনলাইনটি তার অগ্রযাত্রা ধরে রাখবে। ঢাকা পোস্ট নিরপেক্ষ থেকে সব ধরনের নিউজ প্রকাশ করবে।

খুলনায় ঢাকা পোস্টের বর্ণাঢ্য শোভাযাত্রা 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, নজরুল ইসলাম, একে হিরু ও শেখ আবু হাসান, বর্তমান সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক কাজী মোতাহার রহমান, মামুন রেজা ও মল্লিক সুধাংশু, শেখ দিদারুল আলম।

আরও উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো. মাহাবুব আলম সোহাগ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (দায়িত্বপ্রাপ্ত) মামুন-অর রশিদ, সহকারী অধ্যাপক কবির আহমেদ, খুলনা চেম্বার অব কর্মাসের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, ইউএস বাংলা খুলনা অফিসের ম্যানেজার সুজন আহমেদ, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ইসলামী আন্দোলন খুলনা মহানগর সম্পাদক শেখ নাসির উদ্দীন, সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলাম, খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, নিরাপদ সড়ক চাই খুলনার সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব।

টিভি রিপোর্টার্স ইউনিটি’র সম্পাদক এএইচএম শামীমুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক  নূর হাসান জনি, মাকসুদুর রহমান ও মাহাবুবুর রহমান মুন্না, সাংবাদিক দেবব্রত রায়, কামাল হোসেন, মিলন হোসেন, ইলিয়াস আহম্মেদ, শেখ আল-এহসান, আহম্মদ মুসা রঞ্জু, উত্তম মন্ডল, আশরাফুল ইসলাম নুর, মামুন আব্দুল্লাহ রুবেল, রকিবুল ইসলাম, আল মাহামুদ প্রিন্স, আমিনুল ইসলাম, অভিজিত পাল, আরাফাত হোসেন অনিক, হেল্লাল মোল্যা, হাসানুর রহমান তানজির, রফিক আলী, বেল্লাল হোসেন সজল, কামরুল আহসান, আজিজুর রহমান, মেহেদী হাসান বাপ্পী, আমিরুল, মানিক মোল্লা, মশিউর রহমান, মফিজুর রহমান জয়, রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মিলন/এমএসআর