বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে ঢাকা পোস্টের উদ্বোধন
দিনাজপুরে ঢাকা পোস্টের উদ্বোধনী আয়োজনে অতিথিরা | ছবি : ঢাকা পোস্ট
র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দিনাজপুর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিস্ট, কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বক্তব্য দেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সালা উদ্দিন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি রঞ্জু সরকার, খবর একদিন পত্রিকার সম্পাদক মোফাসেরুল ইসলাম মিলন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি বিপুল সরকার সানি, নিউজ বাংলার জেলা প্রতিনিধি কোরবান আলী, দৈনিক গণজাগরণের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ডোফুরা, সাম্প্রতিক দেশকালের জেলা প্রতিনিধি রাসেল ইসলাম, সাংবাদিক শৈশব রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহাবুর রহমান/আরএআর
বিজ্ঞাপন