ঘটনার নেপথ্যের খবর দিয়ে পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে ঢাকা পোস্ট
পাবনায় ঢাকা পোস্টের উদ্বোধনী আয়োজনে অতিথিরা | ছবি : ঢাকা পোস্ট
‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে পাবনায় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি ২০২১) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, দেশে-বিদেশে এখন খুব কম গণমাধ্যমই আছে যারা কালোকে কালো আর সাদাকে সাদা বলে। দেশে যখন মিডিয়া হাউস বন্ধ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে মানসম্মত গণমাধ্যমকর্মী, ঠিক সেই সময়ে আশার আলো দেখাচ্ছে ঢাকা পোস্ট। ঢাকা পোস্ট তাদের স্লোগানের সাথে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে এমনটাই আমাদের প্রত্যাশা।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঢাকা পোস্ট একটি সম্পূর্ণ নতুন গণমাধ্যম। তাই গণমাধ্যম বাজারে টিকে থাকতে হলে তাদের সঠিক খবর সবার আগে পাঠকের সামনে তুলে ধরতে হবে, খবরের ভিন্নতা আনতে হবে। দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রেখে ঢাকা পোস্ট অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাবে বহুদূর।
ঢাকা পোস্ট ভালো করবে তার একটি ছোট্ট উদাহরণ দিয়ে এবিএম ফজলুর রহমান বলেন, ঢাকা পোস্ট উদ্বোধনের আগেই সম্প্রতি পাবনা পৌর নির্বাচন নিয়ে হাইকোটের্র একটি নিউজের স্ক্রিনশর্ট ভাইরাল হয়েছিল। তারা যে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সবার আগে সংবাদ জানাবে এখান থেকেই তা বুঝা যায়। ঘটনার নেপথ্যের খবর দিয়ে পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে নিউজ পোর্টালটি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের স্বরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা পোস্টের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি মীর্জা আজাদ। তিনি বলেন, ঢাকা পোস্ট পাবনার ইতিহাস ঐতিহ্য নতুন আঙ্গিকে তুলে ধরবে। এই জেলার ইতিহাস ঐতিহ্য উঠে আসবে এই অনলাইনের পাতায় পাতায়। ঢাকা পোস্ট মানবিক সংবাদ প্রকাশ করে সবার হৃদয়ে জায়গা করে নেবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সংবাদ সংস্থা বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, এটিএন নিউজ ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি রিজভী জয়, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার খালেদ হোসাইন পরাগ, আতাইকুলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ব্রাক স্কুলের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম রাশেদ, পাবনা বার্তার প্রধান সম্পাদক শামসুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একাত্তর টিভির পাবনা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পার্থ হাসান, বিপ্লবী সময় পত্রিকার বার্তা সম্পাদক আব্দুস সালাম, বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
রাকিব হাসনাত/আরএআর