ডা. সাজ্জাদ মিলনায়তনে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা

‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান সামনে নিয়ে ফেনীতে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডা. সাজ্জাদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্ত। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহেরের সভাপতিত্বে ঢাকা পোস্টের ফেনী প্রতিনিধি হোসাইন আরমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খালেদ খান, কালের কণ্ঠ-এর ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, স্টার লাইন গ্রুপের পরিচালক মো. মাঈন উদ্দিন।

ফেনী সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, একসময় এই পৃথিবী পেপারলেস হবে। আগামীর পেপারলেস পৃথিবীতে নেতৃত্ব দেবে তরুণরাই। আগে-পরে না জেনে কোনো নিউজ শেয়ার করা যাবে না। সাংবাদিকদের কাছে অনুরোধ থাকবে যেন নিউজে শালীনতা বজায় থাকে। সাংবাদিকতা করার জন্য অনেক বেশি পড়ালেখা করতে হবে। ঢাকা পোস্টের জন্য শুভকামনা এবং তাদের সফলতা কামনা করছি।

কালের কণ্ঠ-এর ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা বলেন, প্রত্যাশা করি ঢাকা পোস্ট ভালো কিছু উপহার দেবে। তারা ঢাকা থেকে শুরু করে সারা দেশে তরুণদের প্রাধান্য দিয়েছে। তরুণদের সুযোগ দেওয়ার জন্য ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকারকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানের সভাপতি ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বলেন, ফেসবুক নিউজের উৎস যাচাই না করে ফেসবুকের তথ্য দিয়ে নিউজ করা যাবে না। বস্তুনিষ্ঠ সংবাদ সময়ে দা। তাই সবকিছু খোঁজ নিয়ে নিউজ করতে হবে। তিনি আরও বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। দেশকে আরও এগিয়ে নিতে হবে। এগিয়ে নেওয়ার দায়িত্ব তরুণদের। নতুন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে  সেই সুস্থ ধারার প্রতিযোগিতা থাকবে, সুন্দর নিউজের প্রতিযোগিতা থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন ও বিডি নিউজের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, বাংলা নিউজের ফেনী প্রতিনিধি ডালিম হাজারী, ডেইলি ট্রাইবুনালের ফেনী প্রতিনিধি মোস্তফা কামাল বুলবুল, ফেনী সরকারি কলেজ বিএনসিসির এক্স সিইউও জিয়াউল হক আরিফ, গতি ডেলিভারি সার্ভিসের সিইও রহমত উল্যাহ সুমন, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সরকারি কলেজের সাবেক সভাপতি ওসমান গণি রাসেল।

পরে ফেনী সদর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

হোসাইন আরমান/এনএ