উন্নয়ন সাংবাদিকতায় ঢাকা পোস্ট ভূমিকা রাখবে
শহরের সৈয়দ আতর আলী গ্রন্থাগারে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা
উন্নয়ন সাংবাদিকতা একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। উন্নয়ন সাংবাদিকতা সাংবাদিকতার একটি বড় জায়গা। যেটা মানুষের জন্য খুব উপকারে আসে। আমরা জনসেবায় সম্পৃক্ত একটি পেশায়। ঢাকা পোস্ট এই উন্নয়ন সাংবাদিকতায় ভূমিকা রাখবে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা জেলা শহরের সৈয়দ আতর আলী গ্রন্থাগারে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব বলেন অতিথিরা।
বিজ্ঞাপন
বক্তরা বলেন, সমস্যাও তুলে ধরতে যাতে সেটা না ঘটে। একটি দুর্ঘটনা যদি বারবার ঘটে, আমি যদি দুর্ঘটনার কথা বারবার লিখি, তাহলে এর সঙ্গে সম্পৃক্ত যারা আছেন, সংশ্লিষ্ট যেসব দপ্তর আছে, তারা আরও বেশি সতর্ক হন। সমস্যা তুলে ধরলে সমাধানের পথ খুঁজবে সংশ্লিষ্টরা। আবার উন্নয়নের সম্ভাবনা তুলে ধরলে অন্যরা উৎসাহিত হবে। আমরা ঢাকা পোস্টের কাছে প্রত্যাশা করি, তারা এই সাংবাদিকতা করবে।
বিজ্ঞাপন
আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দুপুরে জেলা শহরে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার কর্মসূচি পালন করা হয়।
আয়োজিত আলোচনা সভায় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালের কণ্ঠ ও চ্যানেল আইয়ের সাংবাদিক শামীম আহমেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার অধ্যাপক সাইদুর রহমান, দৈনিক যুগান্তর ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ, মাগুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অলোক বোস ও প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাহামুদুন নবী প্রমুখ।
এ ছাড়া আলোচন সভায় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জালাল উদ্দিন হাককানী/এনএ