মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলনকক্ষে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা

দিনটি কেমন যাবে, তা সকালেই বোঝা যায়। ঢাকা পোস্টের লোগো, প্রমোটাই বলে দিচ্ছে, আগামীর পথচলাটা কতটা ভালো হবে। মানুষের প্রতিবিম্ভ বা প্রতিচ্ছবি কিন্তু আয়নায় দেখা যায় না। প্রত্যেক মানুষের প্রতিচ্ছবি ফুটে ওঠে গণমাধ্যমে। আমার বিশ্বাস, মানিকগঞ্জবাসীসহ দেশের সর্বশ্রেণির মানুষের প্রতিচ্ছবি হবে ঢাকা পোস্ট।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলনকক্ষে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এসব কথা বলেন।

ঢাকা পোস্টের মানিকগঞ্জ প্রতিনিধি সোহেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহসভাপতি আহমেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, সাবেক সভাপতি ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মতিউর রহমান প্রমুখ।

এর আগে মানিকগঞ্জে ঢাকা পোস্টের উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কেটে অনলাইন নিউজ পোর্টালটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গাজী ওয়াজেদ আলম, সাবেক সহসভাপতি মাহবুব আলম জুয়েল, সিনিয়র সাব্বিরুল ইসলাম সাবু, মানিকগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম সহসাধারণ সম্পাদক বি এম খোরশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর রহমান, ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল মোমিন, সাংবাদিক কাবুল উদ্দিন, ইউসুফ আলী, খন্দাকার সুজন হোসেন, শাজিদুর রাসেল, জাহিদুল হক চন্দনসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের কর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।

সোহেল হোসাইন/এনএ