জেলা পরিষদ হলরুমে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা

‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান ধারণ করে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গাইবান্ধায়।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে জেলা শহরে একটি র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদে গিয়ে মিলিত হয়।

পরে ঢাকা পোস্টের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিপন আকন্দের আয়োজনে জেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে একটি কেক কেটে পোর্টালের উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, একটি সুন্দর ছোট্ট র‌্যালি হয়েছে। এটা দরকার ছিল। যে কিছুরই আগমন ঘটুক না কেন, তা জানান দেওয়া খুবই জরুরি। আমি আশা করি, ঢাকা পোস্ট যেন বস্তুনিষ্ঠ ও সত্য খবর প্রকাশ করে। সব সময় যেন সংবাদ মাধ্যমটি মানুষের পাশে থাকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাইবান্ধার অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অমিতাভ দাস হিমুন (কালের কণ্ঠ), খালেদ হোসেন (এশিয়ান টেলিভিশন), রিকতু প্রসাদ (ডিবিসি টেলিভিশন), এস এম বিপ্লব ইসলাম (বৈশাখী টেলিভিশন), জাভেদ হোসেন (ঢাকাটাইমস), কাওসার রহমান রোমেল (সময়ের আলো), ওবাইদুল ইসলাম (চ্যানেল টি ওয়ান), রেজাউন-নবী রাজু (প্রতিপক্ষ), এ জে আশিকুর শাওন (বিডি গাইবান্ধা ডট নিউজ), শহিদুল ইসলাম খোকন (আমাদের কণ্ঠ), মেহেদী হাসান (ক্রিয়েটিভ গাইবান্ধা), সুমন মিয়া (বার্তা বাজার), জয় কুমার (জাগরনী টেলিভিশন) ও শামিম রেজা (ইউকে বিডি ডটকম)।

অনুষ্ঠাটি সঞ্চালনা করেন সময়নিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানটি পালনে সার্বিক সহযোগিতায় ছিলেন নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা জেলা প্রতিনিধি পিয়ারুল ইসলাম ও দৈনিক প্রথম বেলা পত্রিকার জেলা প্রতিনিধি জিহাদ হক্কানী।

রিপন আকন্দ/এনএ