ফেনীতে আওয়ামী লীগের ৩ নেতার যৌথ সংবাদ সম্মেলন

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ‘গরুচোর’ বললেন ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ফেনীতে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আওয়ামী লীগের ৩ নেতা ও জনপ্রতিনিধির এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘মির্জা কাদের একটা হাটের মেয়র, টোকাই, গরুচোর। গরু চুরির মামলায় তিনি জেল খেটেছেন।’

মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নেই আপনার (মির্জা কাদের)। বদমাইশ, রাজাকার সারাক্ষণ ইয়াবা খান। ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যান।’

ছাগলনাইয়া ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন বলেন, ‘মির্জা কাদের নিজেকে জনপ্রিয় করতে বেসামাল কথা বলছেন। বিএনপির টাকা খেয়ে দলকে বিতর্কিত করছেন। তাকে জেলখানার কাস্টডিতে রাখা উচিত। তার মাতালগিরি কাটলে জেল থেকে বের করা উচিত। তিনি একটা পচা মাল। তাকে কেন আমি ডিম মারতে যাব?’

তিনি মির্জা কাদেরকে হুঁশিয়ার করে বলেন, ‘ফেনী জেলাকে উত্তপ্ত করলে পালানোর পথ পাবে না। তোমার খেলা শেষ হয়ে গেছে। আর খেলতে চাইবেন না। যদি দাগনভূঞার কোনো লোকের ওপর হামলা হয়, ছাড় দেওয়া হবে না। আমরা রাজপথে নামব। তার বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।’

সংবাদ সম্মেলনে কাদের মির্জাকে বিএনপি-জামায়াতের এজেন্ট হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ করেন তারা।

মঙ্গলবার ফেনী শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় সোনাগাজী উপজেলা পরিষদের চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিখিত বক্তব্য দেন।

যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সোনাগাজী উপজেলা চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুর ইসলাম স্বপন মিয়াজী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সম্পাদক আব্দুল আলিমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারা বলেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেলে রক্ষা পাবেন না কাদের মির্জা। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও নিজাম হাজারীর বিরুদ্ধে আবার কথা বললে তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফেনীতে মহাসড়ক অবরোধ করা হবে।’

তারা আরও বলেন, ‘আবদুল কাদের মির্জা যুক্তরাষ্ট্র ভ্রমণের নামে বিদেশে পালিয়ে থাকা বিএনপি-জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে মিটিং করেন।’

হোসাইন আরমান/এমএসআর