বর্ণাঢ্য আয়োজনে নওগাঁয় ঢাকা পোস্টের উদ্বোধন
নওগাঁয় ঢাকা পোস্টের উদ্বোধনী আয়োজনে অতিথিরা | ছবি : ঢাকা পোস্ট
‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নওগাঁয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ উপলক্ষে নওগাঁ জেলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরে নওগাঁ জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে কেক কেটে ঢাকা পোস্টের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপ-পরিচালক গোলাম মো. শাহনেওয়াজ।
বিজ্ঞাপন
তিনি বলেন, সাংবাদিকদের সমাজের অন্যায়, নির্যাতনের বিরুদ্ধে লেখনির মাধ্যমে ভূমিকা রাখতে হবে। আজ থেকে যে অনলাইন নিউজ পোর্টালটি প্রকাশ হলো তা বর্তমান সরকারের ডিজিটাল উন্নয়নের মাইলফলক হবে। সাংবাদিকরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারে ঢাকা পোস্ট তার প্রমাণ।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে ও চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার হারুন অর রশীদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (রফিক), একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, এটিএন বাংলা ও এটিএন নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি রায়হানুল আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, যুগান্তর ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আব্বাস আলী, দৈনিক প্রতিদিনের সংবাদ ও নিউজ বাংলার জেলা প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শামীনূর রহমান/আরএআর