কেক কেটে নেত্রকোনায় ঢাকাপোস্ট.কমের উদ্বোধন

বর্তমান ডিজিটাল বাংলাদেশে অবাধ তথ্য প্রবাহের এই সময়ে নতুন এক মাত্রা যোগ করবে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। নেত্রকোনায় ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আমন্ত্রিত অতিথিরা।

অতিথিরা তাদের প্রত্যাশা জানাতে গিয়ে বলেন, মুক্তিযুদ্ধের ও অসম্প্রদায়িক চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সুখীসমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে ঢাকা পোস্ট গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সৃজনশীল ও সাহিত্য সংস্কৃতিবিষয়ক সংবাদ বেশি বেশি পরিবেশনের প্রত্যাশাও ব্যক্ত করেন অনেকে।

নেত্রকোনায় ঢাকা পোস্টের উদ্বোধন উপলক্ষে র‌্যালি

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুলে আয়োজিত ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে ও সময় টিভির জেলা প্রতিনিধি আলপনা বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামলেন্দু পাল, অধ্যাপক ননী গোপাল সরকার, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতা ভজন দাস, স্থানীয় দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান খান, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন, আবু আব্বাস কলেজের অধ্যাপক নাজমুল হক সরকার, সাংবাদিক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন হিমু পাঠক আড্ডার এসএম শোভন ও শিশু ছায়া সংগঠনের সোহাগ আহমেদ।

আলোচনা সভা শেষে কেক কেটে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। সব শেষে প্রেসক্লাবের সামনের সড়কে একটি শোভাযাত্রা বের করা হয়।

জিয়াউর রহমান/এসপি