মাদারীপুরে ঢাকা পোস্ট-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
মাদারীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট
সারাদেশের মতো মাদারীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাদারীপুর প্রেসক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুর প্রেসক্লাবে আলোচনা সভা এবং কেক কাটা ঢাকা পোস্ট-এর উদ্বোধন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের করে মাদারীপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহজাহান খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক ও কলকাতা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম আরাফাত হাসান, মৈত্রী মিডিয়া সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ ও মৈত্রী মিডিয়া সেন্টারের সাংগঠনিক সম্পাদক আহসান লিমন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ঢাকা পোস্টের সাফল্য কামনা করেন। তারা আশা করেন, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে।
বিজ্ঞাপন
নাজমুল মোড়ল/এএম