ঝালকাঠিতে নানা আয়োজনে ঢাকা পোস্টের উদ্বোধন
ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ঝালকাঠিতে র্যালি
সারাদেশের মতো ঝালকাঠিতেও কেক কাটা, আলোচনা সভা এবং শোভাযাত্রার মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এর উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করীম জাকির এবং যুবলীগ নেতা কামাল শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম বলেন, ‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান ধারণ করে ঢাকা পোস্টের যাত্রা শুরু হলো। সত্য প্রচারেও তারা দুর্নিবার থাকবে এটা আমাদের প্রত্যাশা। তিনি ঢাকা পোস্টসহ গণমাধ্যমকর্মীদের কাছে আহ্বান জানান একপেশে প্রতিবেদন না করে উভয়পক্ষের মত যাচাই করে খবর প্রকাশ করার।’
বিশেষ অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির বলেন, ‘অনলাইন গণমাধ্যম জগতে নতুন সংযোজন ঢাকা পোস্ট’র আবির্ভাব বেশ ভালোভাবেই হলো। তাদের কাছে আমাদের প্রত্যাশা মুক্তিযুদ্ধ ও সরকারের ভালো কাজগুলো যেন যথাযথভাবে তুলে ধরা হয়।’
বিজ্ঞাপন
পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইন্স যেমন ভালো সেবা দিয়ে আসছে তাদের প্রতিষ্ঠান ঢাকা পোস্টও ভালো সাংবাদিকতা উপহার দেবে এটা আমাদের প্রত্যাশা। তাদের যাত্রা শুভ হোক।’
অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, সিনিয়র সাংবাদিক মানিক রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার, সিনিয়র সাংবাদিক মু. আব্দুর রশীদ।
আরও উপস্থিত ছিলেন কেএম সবুজ, কাজী খলিলুর রহমান, রতন আচার্য্য, জহিরুল ইসলাম জলিল, শফিউল ইসলাম সৈকত, তালুকদার আলআমিন, আতিকুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ ও ১১২ বছর বয়সী বর্ষীয়ান নাগরিক অমূল্য চন্দ্র দাসসহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত বলেন, ‘ঢাকা পোস্টের সাংবাদিকতা যেন বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধকে এড়িয়ে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা পোস্ট’র জেলা প্রতিনিধি ইসমাঈল হোসাঈন।
ইসমাঈল হোসাঈন/এমএসআর