গোপালগঞ্জে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন
গোপালগঞ্জ পৌর সভার সম্মেলনকক্ষে ঢাকা পোস্টের উদ্বোধনে কেক কাটছেন অতিথিরা
অনাড়ম্বর পরিবেশে গোপালগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ পৌর সভার সম্মেলনকক্ষে এ পোর্টালের উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লিকু কেক কেটে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে ঢাকা পোস্টের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোয়াজ্জেম হোসেন মুন্না, সমকালের জেলা প্রতিনিধি মনোজ সাহা, বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান, সময় টিভির আমির হামজা, আমার সংবাদের সেলিম রেজা, দৈনিক প্রথম আলোর নুতন শেখ, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ।
দীপ্ত টিভির হোসাইন ইমাম সবুজ, নিউজ টোয়েন্টিফোরের হোসাইন আহমেদ, একাত্তর টিভির আজিজুর রহমান রনি, এশিয়ান এজের মিজানুর রহমান মানিক, খবরপত্রের জয়ন্ত শিরালী, মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ, সাংবাদিক ফায়েকুজ্জামান, সাবেত হোসেন, রিজাউল আলম, এম এ জামান, অতিয়ার রহমান, হেমন্ত বিশ্বাস, শেখ হাচান, অনুজ ঘোষ, মোরশেদ প্রমুখ ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি সঞ্চালনা করে দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর।
প্রধান অতিথি লিয়াকত আলী লিকু বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ঢাকা পোস্ট মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। পোর্টালটি গণমানুষের কথা তুলে ধরতে সক্ষম হবে বলে আশাবাদী। আমি ঢাকা পোস্টের আগামী পথচলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
লিয়াকত হোসেন লিংকন/এনএ