মাদারীপুরের কালকিনিতে অবৈধ ট্রলির চাপায় বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল করিম (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এ ঘটনায় এমপি বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ শোক প্রকাশ করেছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে।

নিহত মুন্সি রেজাউল করিম পূয়ালী মাদারীপুর গ্রামের মৃত মুন্সি রফিজ উদ্দিন আহম্মেদের ছেলে। অবৈধ ট্রলিচালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ইটেরপুল-পাথরিয়ারপাড় সড়কের সানমুন্দি নামক স্থানে অপর দিক থেকে চালিয়ে আসা ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্সি রেজাউল করিম মারা যান। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এখন পর্যন্ত ট্রলিচালক ও মালিকের সন্ধান এবং নাম-ঠিকানা পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের গ্রামের বাড়ি ও ভূরঘাটা বাজারের বাড়িতে চলছে মাতম চলছে। তিনি ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। কর্মজীবনে গোপালপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষক ছিলেন তিনি। দেশে বিভিন্ন কোম্পানিসহ একাধিক রাষ্ট্রে চাকরি করেছেন।

পরে তিনি ভূরঘাটায় ৬৬ শতাংশ জমির উপর প্রতিষ্ঠা করেন আর এন সুপার মার্কেট। তার মৃত্যুতে কালকিনিতে শোকের ছায়া নেমে এসেছে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ শোক প্রকাশ করে বলেন, ‘জাতির এ শ্রেষ্ঠসন্তানকে হারিয়ে মর্মাহত আমি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এদিকে তার মৃত্যুর খবর পেয়ে এমপি তাহমিনা বেগম ও পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়নপ্রাপ্ত এসএম হানিফ নিহতের বাড়ি গিয়ে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, আমরা লাশ উদ্ধার করেছি এবং আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

নাজমুল মোড়ল/এমএসআর