সাতক্ষীরার সদর উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে একটি মাছের ঘেরে মাটি কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন (৪০) খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে। আহত ব্যক্তিরা হলেন খেজুরডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে ইরশাদ আলী (৩৫), মৃত ফটিক গাজীর ছেলে মহিদুল মজিদ (৪০), জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও এক্সকাভেটর (খননযন্ত্র) চালক হুমায়ুন কবির।

হাসপাতালে চিকিৎসাধীন খেজুরডাঙ্গা গ্রামের মহিদুল মজিদ জানান, খেজুরডাঙ্গা বিলে আমাদের মাছের ঘেরে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। এ সময় আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম। তখন বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। আমরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে কৃষক ফারুক মারা যায়।

লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলিম জানান, মাছের ঘেরে মাটি কাটার সময়ে বজ্রপাতে ফারুক নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, বজ্রপাতে একজন নিহত হয়েছে। এ ছাড়া চারজন আহত। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

আকরামুল ইসলাম/এনএ