পুলিশ পরিচয়ে দুই নারীর দেহ তল্লাশি করতে চেয়েছিলেন তারা
রাজশাহী নগরীতে পুলিশ পরিচয়ে রিকশা আরোহী দুই নারীকে বিরক্ত করছিলেন দুই যুবক। পরে তাদের পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। রোববার (২৯ মে) সকালে নগরীর হাদির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন- জেলার চারঘাট উপজেলার খোরগবিন্দপুর এলাকার মো. সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়া এলাকার মো. সেলিম (২৪)। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরেই নানান অনিয়মে জড়িত তারা।
বিজ্ঞাপন
বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, চিকিৎসার উদ্দেশে সকালে চারঘাটের টাঙন এলাকার দুই নারী রিকশায় রাজশাহী নগরীতে আসছিলেন। রাজশাহী-নাটোর মহাসড়কের রুয়েট এলাকায় ওই দুই যুবক তাদের পথরোধ করেন। নিজেদের পুলিশ পরিচয়ে মাদক বহনের অভিযোগ এনে ওই দুই নারীর দেহ তল্লাশি করতে চান।
তখনই হেনস্তার শিকার দুই নারী ঘটনাটি মোবাইলে তাদের স্বজনদের জানান। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান সোহান ও সেলিম। কিন্তু নগরীর হাদির মোড় এলাকায় তাদের ধরে ফেলেন স্থানীয়রা। এ সময় তারা পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা তাদের উত্তমমধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিজ্ঞাপন
ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে আরও অভিযোগ পাওয়া যাচ্ছে। সবগুলো যাচাই-বাছাই করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
ফেরদৌস/এমএএস