খুলনা মহানগরীর লাইসেন্সবিহীন আটটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মে) সকালে অভিযান চালিয়ে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষণা দেয় খুলনা স্বাস্থ্য বিভাগ। এ ছাড়াও নগরীর ৩৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। সেগুলোও বন্ধ করার জন্য চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনাডাঙ্গা এলাকার ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় সোনাডাঙ্গা ও খুলনা মেডিকেল কলেজ এলাকার আটটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বন্ধ হওয়া এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হচ্ছে- নগরীর সাউথ সিটি ডায়াগনস্টিক সেন্টার, ডেল ইউ, পপুলার  ডায়াগনস্টিক সেন্টার, সিটি ম্যাক ডায়গনস্টিক সেন্টার, ম্যাক হেলথ কেয়ার সেন্টার, বয়রা সেন্ট্রাল ডায়গনস্টিক সেন্টার, রেডিয়েন্স ক্লিনিক্যাল আন্ট্রা সাউন্ড এবং এবি হাসপাতাল।

হারুন অর রশীদ বলেন, এই ৮টির লাইসেন্স না থাকায় সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া যেগুলোর লাইসেন্স নবায়ন করা নেই তাদেরকে এক মাসের মধ্যে নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সবিহীন সবগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করার পর জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে সেগুলো সিলগালা করে দেওয়া হবে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে। 

মোহাম্মদ মিলন/আরএআর