বেরোবি উপাচার্যকেই ক্যাম্পাসে আমন্ত্রণ
বেরোবি উপাচার্যকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানিয়ে শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন
দীর্ঘদিন ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ক্যাম্পাসে না আসায় এবার তাকে আমন্ত্রণ জানিয়েছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যকে আমন্ত্রণ জানিয়ে মানববন্ধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের ব্যানারে এ আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, উপাচার্যের দীর্ঘদিনের অনুপস্থিতি ক্যাম্পাসে চরম সংকট সৃষ্টি করেছে। উপাচার্য ক্যাম্পাসে না আসা পর্যন্ত তার তার দফতর বন্ধ রাখার অনুরোধ জানানো হয় মানববন্ধন থেকে।
শিক্ষক নেতারা বলেন, উপাচার্যকে আর ঢাকায় থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে দেয়া হবে না। উপাচার্যকে আমন্ত্রণ জানানো অনেক দুঃখজনক। তারপরও আমরা বাধ্য হয়ে তাকে আমন্ত্রণ জানাচ্ছি।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সেকশন অফিসার ফিরাজ আল মামুন, কর্মচারী মাহবুবুর রহমান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান। সঞ্চালনায় ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এসএম তরিকুল ইসলাম।
এমএসআর