জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী ও তার স্ত্রী কামরুন্নাহারকে কারাগারে পাঠিয়েছেন বগুড়া জেলা আদালত। অবৈধ সম্পদ অর্জন ও গোপন করার অভিযোগে দুদকের করা এক মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইতে এলে তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেওয়া হয়।

বুধবার (১ জুন) বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আদালতে জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র এ আদেশ দেন। পরে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ২৫ এপ্রিল তাদের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর আলম।

বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, দুপুরের পরে আদালতে সাবেক মেয়র ও তার স্ত্রী হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

সাবেক মেয়র মাহফুজ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তার স্ত্রী কামরুন্নাহার শিমুল জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ার ছিলেন। জয়পুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া আলহেরা আবাসিক এলাকায় তারা বসবাস করেন।

মামলা সূত্রে জানা যায়, সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী ও তার স্ত্রী কামরুন্নাহারের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ ছিল। অভিযোগের পর তাদের সম্পদের বিবরণী জমা দিতে বলে দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়। ২০১৯ সালের ৩১ জুলাই স্বামী-স্ত্রী হিসাব বিবরণী জমা দেন। সেই হিসাব বিবরণীর তথ্য অনুসন্ধান শুরু করে দুদক।

অনুসন্ধানে দেখা যায়, গোলাম মাহফুজ ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকা পরিমাণ স্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করেন। এ ছাড়া তার জ্ঞাত আয়ের সঙ্গে ৯৯ লাখ ১০ হাজার ৭৯৪ টাকার অসংগতি পাওয়া গেছে।

অন্যদিকে মেয়রের স্ত্রী কামরুন্নাহার শিমুলের হিসাবেও অবৈধভাবে ১ লাখ ৬৫ হাজার ৮২১ টাকা অর্জনের তথ্য খুঁজে পাওয়া গেছে। একই সঙ্গে তার জ্ঞাত আয়ের সঙ্গে ৩৬ লাখ ৭ হাজার ১৬৪ টাকার অসংগতি রয়েছে।

এনএ