ঢাকা পোস্টে মানবিক ও সচেতনতামূলক নিউজ বেশি দেখি
রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, সাংবাদিকদের লেখনি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোসহ মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখে। আমাদের দেশের কিছু গণমাধ্যমে মানবিক ও সচেতনতামূলক খবর দেখতে পাই। এক্ষেত্রে ঢাকা পোস্টকে আমি এগিয়ে রাখব। কারণ ঢাকা পোস্টে মানবিক ও সচেতনতামূলক খবর বেশি দেখা যায়। মানবিক মূল্যবোধ বাড়ানোসহ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আমাদের উচিত হবে নিজ নিজ জায়গা থেকে কাজ করা।
বুধবার (৮ জুন) দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনলাইন হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সফটওয়্যার (অনলাইন পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিটি মেয়র।
বিজ্ঞাপন
ওই অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবসে ঢাকা পোস্টে প্রকাশিত ‘তোমরা আমাকে বাঁচাও, আমি তোমাদের শ্যামা’ শিরোনামের প্রতিবেদনটি বড় পর্দায় দেখার পর তিনি এ মন্তব্য করেন।
মেয়র মোস্তাফিজার রহমান বলেন, এই নগর আমাদের সবার। সিটি করপোরেশনের উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে আন্তরিক। আমাদের পরিষদ দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণসহ অন্যান্য বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করে আসছি। অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, এটা সত্য। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ যত দ্রুত বাস্তবায়ন করা হবে, ততই এই নগরের জন্য ভালো হবে। নগরবাসীর প্রত্যাশিত সেবার মানোন্নয়নে অনলাইন হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু করা হলো। এখন সহজেই ট্যাক্স প্রদান করা যাবে।
বিজ্ঞাপন
এসময় শ্যামাসুন্দরী খালের সংস্কার ও পুনঃখনন নিয়ে মেগা পরিকল্পনার কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন, সেনাবাহিনীসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে অনেকগুলো সভা করেছি। নগরের সুধী সমাজের সঙ্গে মতবিনিময় হয়েছে। ইতোমধ্যে খালের দুপাশের ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে খাল সংস্কারের জন্য একটি মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া পাউবো খাল পুনঃখননে একটি উদ্যোগ নিয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে শ্যামাসুন্দরী খাল নিয়ে নতুন পরিকল্পনার চিত্রটা সবার সামনে তুলে ধরা সম্ভব হবে।
অনুষ্ঠানে ঢাকা পোস্ট এর রংপুরের প্রতিবেদককে এবং ‘তোমরা আমাকে বাঁচাও, আমি তোমাদের শ্যামা’ শিরোনামে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের একাংশে অভিনয়ে অংশ নেওয়া শিশুশিল্পী জান্নাতুল মাওয়াকে ধন্যবাদ জানান মেয়র মোস্তফা।
প্রতিবেদনে হৃদয়স্পর্শী অভিনয়ের জন্য শিশু জান্নাতুল মাওয়াকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন সিটি মেয়র।
এসময় রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর শামছুল হক, মাহাবুবার রহমান মঞ্জু, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক তানবীর হোসেন আশরাফীসহ রসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস