কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে ৯ দিনেও বাড়ি ফেরেননি রেখা আক্তার (২৬) নামে এক গৃহবধূ। এ বিষয়ে নিখোঁজ গৃহবধূর বাবা বাদশা মিয়া কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

রেখা আক্তার উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের বাদশা মিয়ার মেয়ে ও একই ইউনিয়নের দশপাখী গ্রামের মনির হোসেনের স্ত্রী। রেখা আক্তারের সাড়ে তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

নিখোঁজ রেখা আক্তারের বাবা বাদশা মিয়া জানান, আমার মেয়ে রেখা আক্তার গত ৩১ মে সকালে স্বামীর বাড়ি থেকে আমার বাড়িতে আসে। ওই দিনই ছেলেকে আমাদের বাড়িতে রেখে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এর পর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরে আমি কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছি।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, গৃহবধূ রেখা আক্তারের নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। আমরা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছি।

এসকে রাসেল/এসকেডি