ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২০ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনাগামী একটি অটোরিকশা ওই এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। আহত হন দুইজন।  

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও আহত দুইজনকে হাসপাতালে পাঠিয়েছে বলেও জানান ওসি।

আরএআর