তালা চুরির অভিযোগে শিশুকে বৈদ্যুতিক শক, খামারি কারাগারে
ভুক্তভোগী শিশু মিনহাজ
লক্ষ্মীপুরের রায়পুরে মুরগির খামারের দরজার তালা চুরির অভিযোগে মিনহাজ (৪) নামের এক শিশুকে বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অভিযুক্ত তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের পূর্ব কেরোয়া গ্রামের মীরগঞ্জ বাজারের পাশে ইসমাইল ব্যাপারীর বাড়িতে শিশুটিকে বৈদ্যুতিক শক দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন দুপুরে মিনহাজের বাবা দিনমজুর জামাল হোসেন থানায় মামলা করেন। এতে খামারের মালিক তোফায়েল আহমেদকে আসামি করা হয়। সন্ধ্যায় মা লাভলী বেগম আহত ছেলে মিনহাজকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামলা সূত্রে জানা যায়, মিনহাজ মীরগঞ্জ বাজার হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। একই এলাকায় তার বাড়ি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে সে মাদ্রাসায় যায়। দুপুরে ছুটি হলেও সে বাড়িতে ফেরেনি। এজন্য তার মা লাভলী বেগম তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে মুরগির খামার থেকে ছেলের চিৎকার শুনতে পান লাভলী। সেখান থেকে তিনি ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ সময় লাভলীর চিৎকারে খামার মালিক তোফায়েল পালিয়ে যান। তোফায়েল গত তিন বছর ধরে মিটার না নিয়ে অবৈধভাবে খামারে বিদ্যুৎ ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
মিনহাজের মা লাভলী বেগম বলেন, তোফায়েল আমার শিশু ছেলের মাথা ও ঘাড়ে বৈদ্যুতিক শক দিয়েছেন। আমার ছেলে নাকি তার খামারের দরজার তালা চুরি করেছে। ছেলের অবস্থা দেখে আশপাশের লোক ডাকতে চিৎকার দিলে তোফায়েল পালিয়ে যান।
ঘটনার পর খামারি তোফায়েল আহমেদ জানিয়েছিলেন, মিনহাজ তার খামারের দরজার তালা চুরি করেছে। এ কারণে তাকে শক দেওয়ার ভয় দেখানো হয়েছে। তাকে মারধর করা হয়নি। তিনি কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিয়েই মিটার ছাড়া সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন।
এ ঘটনায় কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল হোসেন জানান, শিশুটির মা-বাবা ঘটনাটি তাকে জানিয়েছেন। ঘটনাটি মর্মান্তিক।
রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর শুক্রবার বিকেলে অভিযুক্ত তোফায়েল আহমেদকে খামার থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
হাসান মাহমুদ শাকিল/আরএআর