পদ্মায় জেলের জালে ১৩ কেজির চিতল
১৩ কেজির চিতলটি ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়
নদীর পানি কমতে থাকায় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীতে ১৩ কেজির এক চিতল ধরা পড়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) জেলে আবদুস সালাম মিয়ার জালে মাছটি ধরা পড়ে। ১৯ হাজার ৫০০ টাকায় চিতলটি বিক্রি করা হয়।
স্থানীয় আড়তদার শাহজাহান শেখ ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। সেই মাছ তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২১ হাজার টাকায় বিক্রি করেন।
বিজ্ঞাপন
শনিবার সকালে এ মাছ ধরে খুশি জেলে আবদুস সালাম মিয়া। কারণ সারা দিন পদ্মায় জাল ফেলে ছোট সাইজের দুই থেকে তিনটির বেশি ইলিশ ধরা পড়ে না। তাতে তিন থেকে চারজন জেলের ভাগে মাত্র ১০০ টাকার বেশি জোটে না। আর ফেরিঘাটের কাছে জাল ফেলে কম সময়ে জেলেরা প্রতিদিনই বড় বড় এসব মাছ শিকার করে বেশি দামে বিক্রি করতে পারছেন।
জেলে সালাম মিয়া বলেন, প্রতিদিনের মতো শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আমি ও আমার লোকজন দৌলতদিয়া লঞ্চঘাটের কাছে জাল ফেলি। ভোরের দিকে জালে আটকা পড়ে বড় আকারের একটি চিতল মাছ। ফেরিঘাট এলাকার আড়তদার শাহজাহান শেখ ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
বিজ্ঞাপন
স্থানীয় লোকজন জানায়, পানি কমতে শুরু করায় এখন পদ্মায় প্রতিদিন বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। আজ সালাম হালদারের জালে একটি চিতল মাছ ধরা পড়ে। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে মাছটি আনলে একনজর দেখতে লোকজন ভিড় জমান।
মাছটির ক্রেতা শাহজাহান শেখ বলেন, ‘সালাম মিয়ার জালে বড় আকৃতির চিতল মাছ ধরা পড়েছে এমন খবর শুনে সেখানে যাই। প্রতি কেজি ১৫০০ টাকা দরে মোট ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনি। পরে মাছটি মুঠোফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি ২১ হাজার টাকায়।’
মীর সামসুজ্জামান/এমএসআর