ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ

সিলেটে মওদুদ আহমেদ (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছেন অটোরিকশা চালকরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর কোর্ট পয়েন্টে অবৈধ অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

নিহত মওদুদ আহমেদ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার টেংগুরিপাড়া গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্রণী ব্যাংকের হরিপুর গ্যাস ফিল্ড শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। মওদুদ হরিপুরে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ভাড়া নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে নোমান হাছনুরের নেতৃত্বে একদল অটোরিকশা চালক ব্যাংক কর্মকর্তা মওদুদকে বেদম মারধর করেন। এতে গুরুতর আহত হন মওদুদ। তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সড়ক দুর্ঘটনা বলে প্রচার চালান অটোরিকশা চালকরা। ঘটনা নিয়ে রহস্য দেখা দেওয়ায় দ্রুত অনুসন্ধান শুরু করে পুলিশ। পরে পুলিশ নিশ্চিত হয় যে, মওদুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপরই ঘাতকরা আত্মগোপনে চলে যান। এখন তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এদিকে এ ঘটনায় রোববার (২১ ফেব্রুয়ারি) নিহত মওদুদের বড় ভাই আবদুল ওয়াদুদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় সিএনজিচালিত অটোরিকশা চালক নোমান হাছনুরের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত নোমান হাছনুর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। 

তুহিন/আরএআর