নিহত পুলিশ সদস্য রনি শেখ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী-বালিয়াকান্দি সাধনা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম রনি শেখ (৩০)। তিনি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইকাকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে এবং ঢাকা বিভাগের তেজগাঁও জোনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রনি ও তার স্ত্রী সুমাইয়া বেগম ঢাকা থেকে মোটরসাইকেলযোগে রাজবাড়ীতে ফিরছিলেন। বালিয়াকান্দি সাধনা সিনেমা হলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ব্যাগ ছিঁড়ে পড়ে যায়। এ সময় রনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সাধনা সিনেমা হলের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পাশের ফায়ার সার্ভিসের সদস্যরা রনিকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে মৃত্যু হয়।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ঘটনা জানার পরই আমরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই রনি মারা যান।

মীর সামসুজ্জামান/এসপি