নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারের (২২) মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে উপজেলার চৌমুহনী চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বিক্ষোভকারীরা দ্রুত হাসিবুল হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।  এ সময় তারা অভিযোগ করেন,  বিএনপি-জামায়াতের কিছু অনুপ্রবেশকারী বেগমগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তারা কয়েকদিন পর পর একটা দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। কিছুদিন আগেও আমাদের গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার রগ কেটে দিয়েছে। তাই হত্যায় জড়িত বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী সাইফুল ইসলামসহ হাসান-মাসুম বাহিনীর সকল সদস্যদের দ্রুত গ্রেপ্তার করা হোক। 

পরে বিক্ষোভকারীদের শান্ত থাকার পরামর্শ ও হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে বক্তব্য দেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি। 

এ সময় বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাবু, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. হুমায়ুন, পৌর ছাত্রলীগের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বেগমগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান শুভ, গোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হারুনুর রশীদ বাবু, শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত শুভ, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঢাকা পোস্টকে বলেন,  আমরা দ্রুত বিক্ষোভকারীদের বুঝিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস প্রদান করলে তারা সড়ক থেকে সরে যান। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব ঢাকা পোস্টকে বলেন, আমরা একজনকে আটক করেছি। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করছি না। তাকে নিয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে ও ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য। 

হাসিব আল আমিন/আরএআর