নিখোঁজ জহুরুল ইসলাম

রংপুরে বিমান দেখতে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি জহুরুল ইসলাম নামে এক মানসিক ভারসাম্যহীন রোগী। নিখোঁজের ৪ দিন পার হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

জহুরুল ইসলাম (৪২) রংপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সুকানচৌকি গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আব্দুল হামিদ, মা জাহুদা বেগম। তিনি বিবাহিত, তবে মানসিক রোগী হওয়ায় তার সংসার টেকেনি।

নিখোঁজ জহুরুলের সন্ধান চেয়ে বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নং ২৩৯।

জহুরুল ইসলামের ছোট ভাই ফজলুল হক জানান, গত ৪ জুলাই (সোমবার) সকাল ১০টার সময় বিমান দেখার কথা বলে বাসা থেকে বের হন তার বড় ভাই। এরপর ৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তিনি বাসায় ফিরে আসেননি।

তিনি আরও বলেন, বিমান দেখার জন্য সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকতেন। কিছুদিন আগে বিমান দেখতে সৈয়দপুর, চ্যাংরাবান্ধাসহ বিভিন্ন এলাকায় ঘুরতে যাবার কথা বলেছিলেন। কিন্তু তখন যাননি। হঠাৎ সোমবার সকালে ৫০০ টাকা হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে হাজীরহাট বাজারের দিকে যান। এরপর আর ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আত্মীয়-স্বজনের বাড়িতে তিনি যাননি।

নিখোঁজ জহুরুল ইসলামের গায়ের রং উজ্জ্বল, তিনি উচ্চতায় ৫ ফিট ৪ ইঞ্চি। তার মুখমণ্ডল গোলাকার, ভাঙা দাঁত। দেখতে রোগাক্রান্ত প্রকৃতির। তার মাথার চুল নেই (টাক) ও দাড়ি ছোট। বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে লাল রংয়ের গেঞ্জি, গাঢ় তাম্রবর্ণ প্যান্ট ও পায়ে কালো রংয়ের স্যান্ডেল ছিল।

কেউ কোথাও তাকে দেখলে বা সন্ধান দিতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানায় অথবা পরিবারের সঙ্গে ০১৩২০০৭৩৬৩২, ০১৩২০০৭৩৬৪০ অথবা ০১৭২৩৬৬২৪৩৯ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

হাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিফুজ্জামান বসুনীয়া জানান, সোমবার সকালে আমরা বিষয়টি জেনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।  

ফরহাদুজ্জামান ফারুক/আরআই