১৪ মণ গোশত বিতরণ করলেন এমপি পুত্র সাবাব চৌধুরী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলায় কোরবানির ১৪ মণ গোশত বিতরণ করলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী।
রোববার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে এ গোশত বিতরণ করেন তিনি। এছাড়া ২০০ দলীয় নেতাকর্মীকে নিজ হাতে রান্না করে খাওয়ান এমপি পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী।
বিজ্ঞাপন
জানা যায়, কোরবানি উপলক্ষে দুটি গরু জবাই করেন এমপি পুত্র সাবাব চৌধুরী। গরু থেকে প্রাপ্ত সকল গোশত তিনি অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করেন। প্রতি বছর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নিজেই নেতাকর্মীদের রান্না করে খাওয়াতেন। একরামুল করিম চৌধুরী চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তার পুত্র সাবাব চৌধুরী এবার ২০০ নেতাকর্মীকে নিজ হাতে রান্না করে খাওয়ালেন।
এ বিষয়ে আতাহার ইশরাক সাবাব চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, প্রতি বছর বাবা কোরবানি দিয়ে অসহায়দের মাঝে মাংস বিতরণ করতেন এবং নিজ হাতে রান্না করে নেতাকর্মীদের রান্না করে খাওয়াতেন। বাবা চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে আছেন। তাই বাবার কাজগুলো আমি এবং আমার সহধর্মিণী সুমরান নাহিদ হাসান করেছি।
বিজ্ঞাপন
সাবাব চৌধুরী আরও বলেন, আমরা দুটা গরু জবাই করেছি। ২০০ জনের রান্নার জন্য গোশত রেখে বাকি ১৪ মণ গোশত অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করেছি। মানুষ যেন গোশত গ্রহণে অসংকোচ না করে তাই আমি কোনো ছবি তুলতে দেইনি।
হাসিব আল আমিন/এমএএস