বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) কর্মকর্তাসহ নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৩ জুলাই) বিকেলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের দক্ষিণ প্রান্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে আজ দুপুরে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই (১৭) নিখোঁজ হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস তালতলী স্টেশনের টিম লিডার আহসান হাবিব। তিনি বলেন, দুপুরে নিখোঁজ হওয়ার পরপরই আমরা উদ্ধার অভিযান শুরু করি। দুপুরের পর পটুয়াখালী থেকে ডুবুরি দল এসে আমাদের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। এরপর বিকেলের দিকে শুভ সন্ধ্যা বিচের দক্ষিণ দিক থেকে নিখোঁজ এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার আত্মীয়ের মেয়ে নুর আক্তার জুইয়ের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন তপু বলেন, নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রসঙ্গত, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করতেন। তার স্ত্রী-সন্তান ঢাকায় থাকতেন। তাই ঈদের ছুটিতে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে ও তার স্ত্রীর বোনের মেয়ে বরগুনায় বেড়াতে আসেন। আজ সকালে তারা তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। এ সময় সবাইকে নিকে সমুদ্রে গোসল করতে নামেন মোস্তফা কাদের। সাগর উত্তাল থাকায় সাগরে নামার সঙ্গে সঙ্গে ঢেউ এসে সবাইকে সমুদ্রের মাঝে নিয়ে যায়।

এ সময় স্থানীয়রা মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাথির মোহাম্মাদ (৯) ও আরেক ছেলে আবদুল করিমকে (১৬) উদ্ধার করতে পারলেও গোলাম মোস্তফা ও স্ত্রীর বোনের মেয়ে জুইকে উদ্ধার করা যায়নি। পরে বিকেলে নিখোঁজ মোস্তফা কাদের ও নুর আক্তার জুইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

খান নাঈম/আরআই