সাভারের আশুলিয়ায় নদীতে গোসল করতে নেমে সজিব (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে আশুলিয়ার কোন্ডা এলাকার বংশী নদী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সজিবের মরদেহ উদ্ধার করে। মৃতের মাথায় আঘাতের চিহ্ন থাকায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত সজিব ভূঁইয়া আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার মামুন ভূঁইয়ার ছেলে। সে গাজির চট অর্কিট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা ৬ জন সহপাঠী মিলে ওই নদীতে গোসল করতে গিয়েছিল।

পুলিশ জানায়, ওই ছয় শিক্ষার্থী বিকেলে কোন্ডা এলাকায় গোসল করতে নামে। গোসলের সময় সজিব নিখোঁজ হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টার দিকে সজিবের মরদেহ উদ্ধার করেন। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের খালাতো ভাই সেলিম বলেন, সজিবের অন্য ৫ সহপাঠীকে পরিবারের কেউ চেনেন না। আমি তাদের নাম ঠিকানা কিছুই জানতে পারিনি। তবে শুনেছি আরও এক শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পানির মধ্যে কীভাবে আমার ভাই আর ওই শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন আসল এটাই বুঝতে পারছি না।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাহিদুল মাহিদ/এসকেডি